মালদা

আর্থিক দিক থেকে নিজেদের স্বনির্ভর করতে,গাজোলের শঙ্করপুরে তিন দিনের প্রশিক্ষণ শিবির

এক বেসরকারি সংস্থার উদ্যোগে তিন দিনের এক প্রশিক্ষণ শিবিরের সূচনা হল রবিবার। এদিন গাজোলের শঙ্করপুরের এক বেসরকারি লজে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই শিবিরে হাজির ছিলেন এলাকার কচিকাচা থেকে যুবক-যুবতীরা। তাদের বিভিন্ন পরিত্যক্ত সামগ্রী দিয়ে কি ভাবে নিজেদের আর্থিক দিক থেকে স্বনির্ভর করা যায় এই লক্ষ্যই ছিল শিবিরের মূল উদ্দেশ্য।

    এই শিবিরে প্রশিক্ষণ নিতে আসা এক ছাত্রী জানায়, এদিন সে এই শিবিরে এসে খুব খুশি। কারণ শিবিরে তাকে হাতের নানান কাজ শেখানোর পাশাপাশি বর্জ্য সামগ্রী দিয়েও কিভাবে নানান জিনিষ তৈরি করা যায় তা তাদের হাতে কলমে দেখানো হয়েছে।

    এদিকে এই শিবিরের প্রশিক্ষক জানান, তারা এই শিবিরে নানান ধরনের হাতের কাজের প্রশিক্ষণ দিয়েছেন। যাতে করে অনেকেই এই কাজ করে নিজেদের আর্থিক উন্নতি ঘটাতে পারে।